top of page

সুইমিংপুল ব্যাবহারের নিয়মাবলী

আমাদের সন্মানীত গেস্টদের সুবিধার্থে ও সুইমিংপুলের পরিচ্ছনতা,  একটি নিরাপদ ও সুস্থ বিনোদনমূলক পরিবেশ , পানিবাহিত রোগের সংক্রমণ থেকে জনস্বাস্থ্য রক্ষ্যায়, স্যানিটেশন ও নিরাপত্তা মান  রক্ষ্যা  করার জন্য  ও  পুল রক্ষণাবেক্ষণের  সুবিধার্থে এই নিয়ম ।   আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য ।  

(১)       সুইমিংপুল ব্যবহার করা যাবে

( সকাল ১১ টা থেকে দুপুর ২টা ও দুপুর ৩ টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত )

            ( দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত সুইমিংপুল ব্যবহার করা যাবে না  )

(২)       প্রতি গেস্ট  ১ বার ( সর্বচ্চ ২ ঘণ্টা সুইমিংপুল ব্যাবহার করিতে পারিবেন  )

(৩)      গোসল করে সুইমিংপুলে নামতে হবে । সুইমিং কস্টিউম ব্যাবহার করুন ।

ডাইয়াপার ( Diaper ) পরিহিত বাচ্চাদের পুলে নামা নিষেধ ।

(৪)       সুইমিংপুলে কফ থুতু ফেলা যাবে না, সুইমিংপুলে নামার আগে টয়লেট ব্যাবহার করুন ।  

সুইমিংপুলে থাকাকালে পানিতে মুত্রত্যাগ, বর্জ্যদ্রব্য ফেলা থেকে চিরতরে বিরত থাকুন।

নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে পরিচ্ছন্ন থাকতে সহায়তা করুন।

(৫)       সুইমিংপুলে কখনও ফুটবল-ভলিবল খেলা, ড্রাইভ-জাম্প দেয়া, পানভোজন, উগ্র অশোভন আচরণ,

মাদক ও ধুমপান  নিষেধ ।

(৬ )     সুইমিংপুলে উচ্চস্বরে অযথা চিৎকার  ও শব্দদুষণ করা থেকে বিরত  থাকুন। শব্দদুষণ হৃদরোগের কারণ।  

(৭ )      লাইভগার্ড ব্যাতীত ১২ বৎসরের নিচে বাচ্চাদের  সুইমিংপুল ব্যাবহার নিষেধ ।

(৮)       ফুল নিজের জন্য ফোটে না, সবাইকে সৌরভ-সৌন্দর্য  বিলিয়ে ধন্য হয়। তাই ফুল, লতা, পাতা ও

গাছে কেউ হাত দেবেন না। সৌন্দর্য উপভোগ করুন। সমগ্র রিসোর্ট এলাকা দিনরাত সিসিটিভি ক্যামেরা

দ্বারা নিয়ন্ত্রিত।

(৯)       আপনার মূল্যবান জিনিসগুলো নিজ দায়িত্বে সাবধানতার সাথে সুরক্ষিত রাখুন।

কারও কিছু হারালে কর্তৃপক্ষ তার দায়-দায়িত্ব নেবে না।

(১০)    জুতা, সেন্ডাল পরিয়া পুল এরিয়াতে প্রবেশ নিষেধ। সুইমিংপুলে পা ধোয়া যাবে না ।

(১১)    অতিথিবর্গের সাথে আগত আয়া, বুয়া, ড্রাইভার ও কর্মচারীদের সুইমিংপুল এলাকায় প্রবেশ ও ঘোরাফেরা নিষেধ।

(১২)   মূল্যবান জিনিষ নিজ দায়িত্তে রাখিবেন । খোয়া গেলে কর্তৃপক্ষ দায়ী নহে ।

(১৩)    অনুগ্রহ করিয়া আবর্জনা নিদৃষ্ট জায়গায় ফেলুন । ধন্যবাদ

(১৪)  সুইমিং পুল ব্যাবহারকারীগণ অবশ্যই পুল সংলগ্ন চেঞ্জিং রুম ব্যাবহার করিবেন । ভিজা কাপড়ে রুমে প্রবেশ নিষেধ । ( কারন সিঁড়িতে পা পিছলাইয়া মারাত্মক দুর্ঘটনা ঘটিতে পারে ) ।

 

bottom of page